Template:Main page/intro/bn
Appearance
মিডিয়াউইকি হল একটি ফ্রি সফটওয়্যার মুক্ত সোর্স উইকি প্যাকেজ, যা মূলত উইকিপিডিয়ায় ব্যবহারের জন্য, পিএইচপি কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় লেখা হয়। এখন এই সফটওয়্যারটি অলাভজনক প্রতিষ্ঠান, উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিবিধ পরিষেবা ও প্রকল্পের কৃতকর্মও সামলায়; এমনকি এই ওয়েবসাইট-টিও অর্থাৎ মিডিয়াউইকিও এই সফটওয়্যারেই কাজ করে। নিম্নোক্ত লিঙ্কসমূহের দ্বারা আপনি এই ওয়েবসাইট-টির বিভিন্ন নিবন্ধ তথা অন্যান্য পৃষ্ঠাগুলি পড়তে পারবেন এবং সেই সঙ্গে লভ্য ব্যবহারিক জ্ঞানের লাভও ওঠাতে পারবেন। মিডিয়াউইকি সম্পর্কিত যেকোন সাধারণ প্রশ্নাবলীর উত্তর পাবার জন্যে যোগাযোগ পৃষ্ঠাটি দেখতে পারেন এবং দরকারী সাহায্য পেতে পারেন। মিডিয়াউইকির ব্যাপারে আপনার যদি কোনও জিজ্ঞাস্য থেকে থাকে তাহলে দয়া করে ফোরামে যান।