উইকিপিডিয়া, উইকিমিডিয়া, মিডিয়াউইকি, এবং উইকির মধ্যে পার্থক্য
মিডিয়াউইকি, উইকিমিডিয়া, উইকিপিডিয়া এবং উইকির মধ্যে পার্থক্য নিয়ে এখনো সংশয়ে আছেন?
উইকি
‘wiki' শব্দটির উচ্চারণ /ˈwɪki/ বা উইক-ই, হলো একটি হাওয়াইয়ান শব্দ যার অর্থ "দ্রুত"।
উইকি হচ্ছে এমন একটি ওয়েবসাইট, যার বিষয়বস্তুকে ওয়েব ব্রাউজার থেকে সম্পাদনা করা যেতে পারে, এবং যা প্রতিটি সম্পাদনাযোগ্য পৃষ্ঠার জন্যে একটি করে সমস্ত পরিবর্তনের ইতিহাস সঞ্চয় করে রাখে। উইকিতে বেশিরভাগ পাতাই যেকেউ সম্পাদনা করতে পারলেও সমস্ত পাতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নাও হতে পারে।
- উইকি (বিশেষণ হিসেবে), "উইকি পথ", এবং উইকি-না বিপরীত অর্থে সম্প্রদায়-ভিত্তিক দর্শনের বর্ণনা দিয়েও সংশ্লিষ্ট সিস্টেমের সাথে ব্যবহৃত হয় (যেমন কাজগুলো করার জন্য এটি কোন "উইকি" উপায় না)।
- উইকি (একটি বড়হাতের 'W') হচ্ছে একটি ভুল শব্দ, যদিও এটি কখনো কখনো উইকিপিডিয়া অথবা পোর্টল্যান্ড প্যাটার্ন রেপোজিটরি বুঝাতে ব্যবহৃত হয়েছে (এছাড়াও উইকিউইকিওয়েব নামেও পরিচিত), যা সর্বপ্রথম তৈরি করা উইকি ছিল।
- উইকি সফটওয়্যার এবং উইকি ইঞ্জিন শব্দ দ্বারা "উইকি" ওয়েবসাইটগুলিতে কাজে লাগানো কিছু সফটওয়্যার বোঝায়। উইকি সফটওয়্যার এর অনেকগুলি প্রকারভেদ আছে; কিছু খুব সহজ, আবার অন্যগুলি উন্নত বৈশিষ্ট্যের।
আরো দেখুন: "উইকি সফটওয়্যারে" উইকিপিডিয়ার প্রবেশ।
আরো বিস্তারিত বর্ণনার জন্য, "উইকিতে" উইকিপিডিয়ার প্রবেশ দেখুন।
উইকিমিডিয়া
উইকিমিডিয়া হল উইকিমিডিয়া আন্দোলনের যৌথ নাম, যা উইকিপিডিয়া, উইকিশনারী, উইকিউক্তি এবং অন্যগুলোর সাথে আন্তঃ-সংযুক্ত প্রকল্পগুলোকে ঘিরে কাজ করছে, যা ইন্টারনেটের সাহায্যকারী শক্তি ব্যবহারের মাধ্যমে, এবং উইকি ধারণায়, সব ধরণের উন্মুক জ্ঞান তৈরি এবং ছড়িয়ে দিতে লক্ষ নিয়েছে।
- উইকিমিডিয়া সার্ভার শব্দটি প্রায়ই ব্যবহৃত হয়, কম্পিউটার হার্ডওয়্যারের কথা উল্লেখ করে যেখানে সকল উইকিমিডিয়া প্রকল্প হোস্ট করা হয়।
- উইকিমিডিয়া ফাউন্ডেশন হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান যার প্রধান কার্যালয় সান ফ্রান্সিকতে অবস্থিত এবং এটি সকল উইকিমিডিয়া প্রকল্প পরিচালনা করে। উইকিমিডিয়া ডয়েচল্যান্ড, উইকিমিডিয়া রাশিয়া ইত্যাদি হচ্ছে উইকিমিডিয়া প্রকল্পের উৎসাহী ডজন ডজন স্থানীয় অধ্যায়ের নাম। এগুলো উইকিমিডিয়া ফাউন্ডেশন এবং উইকিমিডিয়া প্রকল্প থেকে স্বতন্ত্র। উইকিমিডিয়া , প্রসঙ্গ ও স্থানের উপর ভিত্তি করে, প্রায়ই উইকিমিডিয়া প্রকল্প, অথবা একটি অধ্যায়, অথবা উইকিমিডিয়া ফাউন্ডেশনের (যেমনটি এই উইকিতেও ঘটতে পারে) সংক্ষিপ্ত নাম হিসেবে ব্যবহার করা হয়।
- উইকিমিডিয়া মেটা-উইকি, সাধারণত মেটা নামে পরিচিত, উইকিমিডিয়ার সমস্ত প্রকল্পকে প্রভাবিত করে এমন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ব্যবহৃত উইকি। আরো দেখুন: Meta:About।
উইকিপিডিয়া
উইকিপিডিয়া হচ্ছে উইকিমিডিয়া প্রকল্পের একটি বিশ্বব্যাপী, মুক্ত এবং বহুভাষী ইন্টারনেট বিশ্বকোষ। এটি উইকিমিডিয়া ফাউন্ডেশনের সবচেয়ে পুরনো ও বৃহত্তম উইকিমিডিয়ার প্রকল্প। উইকিপিডিয়াকে প্রায়ই উইকি হিসেবে বর্ণনা করা হয়, তবে এটি আসলে ২০০টি উইকির একটি সংগ্রহ, প্রতিটি ভাষার জন্য আলাদা একটি করে, সবগুলি মিডিয়াউইকি সফটওয়্যারে চলছে। উইকিপিডিয়াকে অনেকসময় উইকি হিসেবে উল্লেখ করা হয় কিন্তু আসলে উইকিপিডিয়া ২০০টিরও বেশি উইকির সমষ্টি, প্রতিটি ভাষার জন্য একটি করে এবং সমস্ত মিডিয়াউইকি সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়।
মিডিয়াউইকি
মিডিয়াউইকি হচ্ছে উইকিপিডিয়া এবং অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পের জন্য ব্যবহৃত একটি বিশেষ উইকি ইঞ্জিন। মিডিয়াউইকি অন্যদের অবাধে ব্যবহারের জন্য (এবং উন্নত করার জন্য) উপলব্ধ, এবং এটি সারা বিশ্বের সকল প্রকারের প্রকল্প এবং সংস্থার দ্বারা ব্যবহৃত হয়।
এই সাইট, mediawiki.org, মিডিয়াউইকি এবং সংশ্লিষ্ট সফটওয়্যার সম্পর্কে তথ্য জানানোর জন্য।
আরো দেখুন
- Introduction to the Wikimedia Technical Ecosystem - an overview of major technical areas where developers can contribute to Wikimedia technology.
- Manual:মিডিয়াউইকি কী?
- মিডিয়াউইকি ব্যবহার করা সাইট
- কীভাবে একজন মিডিয়াউইকি হ্যাকার হতে হয়
- প্রকল্প:মিডিয়াউইকি উইকিপিডিয়া নয়
- অনুদান:নমুনা/ উইকিমিডিয়ার শব্দকোষ জ্ঞান: উইকি, উইকিপিডিয়া, উইকিমিডিয়া, উইকিম্যানিয়া এবং বিভ্রান্তিকর উইকিব্লাব্লা
ভিডিও
- ইউটিউবে "উইকিপিডিয়ার অবস্থা" (2011 অ্যানিমেশন, জিমি ওয়েলস দ্বারা বর্ণিত)